International Film Festival
শুরু হলো ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আরতি মুখোপাধ্যায় এবং শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মান
Bengal Times News, 6 November 2025
কে কে মল্লিক, কলকাতা, ৬ নভেম্বর : আজ থেকে শুরু হলো সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেকে।
উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’। প্রতিবারের মতো এবারও কিফ-এ থাকছে একগুচ্ছ চমক। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের নায়ক তথা সাংসদ দেব, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক থেকে শুরু করে এক গুচ্ছ অভিনেতা অভিনেত্রী। উদ্বোধনী মঞ্চ থেকে সম্মান জানান হলো 'শোলে' সহ একধিক জনপ্রিয় ছবির পরিচালক রমেশ সিপ্পিকে।
এবারের কিফ-এ ‘শোলে’ সিনেমার পঞ্চাশবছর পূর্তি উদযাপন করা হবে। এছাড়া থাকছে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’, ‘বাড়ি থেকে পালিয়ে’ সহ একাধিক ছবি। এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। আর ট্যাগলাইন- ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব।’ শতবর্ষ উপলক্ষ্যে শ্রদ্ধা ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, সলিল চৌধুরীকে। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে।
৩৯টি দেশের বাছাই করা ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা ১৮৫টি। ১৮ টি ভারতীয় ভাষার ছবি। ৩০ টি বিদেশী ভাষার ছবি থাকছে। অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের ৩০টি সিনেমা থাকছে। এছাড়াও তথ্যচিত্র রয়েছে। একাধিক উপভাষার সিনেমাও থাকছে। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হলো উদ্বোধনী সিনেমা ‘সপ্তপদী’। বাংলাদেশের ছবি না থাকায় এবারও হতাশ হলো কলকাতার সিনেমা প্রেমীরা।
কিংবদন্তি প্রবীণ গায়িকাকে বঙ্গভূষণে ভূষিত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “আরতিদি একটার পর একটা গান উপহার দিয়েছেন। কিন্তু আমরা কোনও সম্মান তুলে দিতে পারিনি। আজ তাঁর হাতে বঙ্গবিভূষন তুলে দিলাম। এই ‘মাটির দান’ তুলে দিতে পেরে আমরা খুব খুশি। আমরা কৃতজ্ঞ আরতিদি আমাদের দেওয়া এই সম্মান গ্রহণ করেছেন। উনি সুস্থ থাকুন, গানে থাকুক।” মঞ্চে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আরতি মুখোপাধ্যায়ের মন্তব্য, “আমি খুব ভালোবেসে নিয়েছি। মমতা তুমি যেভাবে সকলের পাশে থাকো, সেটা সত্যিই অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার এই পদক্ষেপও কুর্নিশযোগ্য।”
বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ করে শত্রুঘ্ন জানালেন, “পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে আমি আপ্লুত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যও অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী নিজেও বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর আমন্ত্রণে তো আসতেই হয়। কলকাতায় এত বড় উৎসবের অংশ হতে পেরে আমি আপ্লুত।”

