শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার মেলা, উদ্বোধন করলেন পুলিশ সুপার
Bengal Times News, 20 July 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : ল্যাংচার বিপণন ও প্রসারে অভিনব উদ্যোগ নিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। সহযোগিতায় এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মূলতঃ ২১ জুলাই শক্তিগড়ে জাতীয় সড়কের যানজট আটকাতে এই অভিনব প্রচেষ্টা। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের প্রচেষ্টায় দুদিনের ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে। রবিবার ফিতে কেটে ফেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস।
উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, বর্ধমান ২ক ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, সহ সভাপতি দেবদীপ রায় সহ অন্যান্যরা।
বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মেলার আয়োজন। ৬০ বিঘা জমি উপর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। থাকছে মিছিল ফেরত তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য টয়লেট এর ব্যবস্থা, মেডিক্যাল টিম। ল্যাংচার স্বাদ নেওয়ার জন্য ৪২ টি ল্যাংচার স্টল। এছাড়াও থাকছে অন্যান্য স্টল।
জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্যাম্প সহ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।