SCROLL

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মেয়েদের বিশ্বজয় # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

যোগাসনে প্রত্যুষার আন্তর্জাতিক খেতাব, পঞ্চায়েত সমিতির উষ্ণ সম্বর্ধনা


 

International Yoga 

যোগাসনে প্রত্যুষার আন্তর্জাতিক খেতাব, পঞ্চায়েত সমিতির উষ্ণ সম্বর্ধনা


Atanu Hazra 
Bengal Times News, 6 November 2025

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের সোনার মেয়ে প্রত্যুষা-কে সম্বর্ধনা দিলো জামালপুর পঞ্চায়েত সমিতি। এই উপলক্ষ্যে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, এ ডি এ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস, এস আই জামালপুর অনিন্দিতা সাহা সহ সকল পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান ও উপ প্রধানরা। প্রসঙ্গত প্রত্যুষা জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলের কোরা গ্রামের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

 সম্প্রতি নেপালে হয়ে যাওয়া আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যেখানে বিশ্বের ১২ টি দেশ অংশ নিয়েছিল। সে অনূর্ধ্ব ১২ বিভাগে অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় যাবার আগে তাকে ব্লক স্তর থেকে কম্পিটিশন করে করে মহকুমা , জেলা , রাজ্য ও দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হতে হয়েছে। অনূর্ধ্ব ১২ বিভাগে প্রথম স্থান অধিকার করে। শুধু তাই নয় সমস্ত বিভাগের চ্যাম্পিয়ন দের নিয়ে হওয়া প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান পায়। তার এই সাফল্যে গর্বিত আপামর জামালপুরবাসী। দুদিন আগেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধিত করা হয়েছিল। তার এই সাফল্যের স্বীকৃতিতে তার হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় ফুলের তোড়া, দুটি সুন্দর ট্রফি, ২০ হাজার টাকার চেক, একটি মেডেল ও মিষ্টির প্যাকেট। 

মেহেমুদ খাঁন বলেন, প্রত্যুষা যে কাজ করেছে তাতে তাঁরা অত্যন্ত গর্বিত। এ যে কত আনন্দের কত খুশী তা বলে বোঝানো যাবে না। আজ তাঁরা এই সোনার মেয়েকে তাই ব্লকে ডেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানালেন। তিনি আগামীতে তাঁর সাফল্য কামনা করেন। 

অলক কুমার মাঝি বলেন, প্রত্যুষা যে কাজ করে দেখিয়েছে তা এক কথায় অনবদ্য। ওকে উৎসাহিত করতে যাতে আগামীতে ও আর সাফল্য পায় সে জন্য আজ তাঁরা ওকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দিলেন। বিডিও পার্থ সারথী দে বলেন, প্রত্যুষার সাফল্যে সত্যি তাঁরা গর্বিত। সে তার এই সাফল্যের ধারা বজায় রেখে আগামীতে আরো দূর এগিয়ে যাক এটাই তাঁরা চান। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি প্রত্যুষা নিজে ও তার বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad