তৃণমূলের শাখা সংগঠনের স্বীকৃতি পেল পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি
Bengal Times News, 21 July 2025
অতনু হাজরা, কলকাতা : দলীয় শাখা সংগঠনের স্বীকৃতি পেয়েছে তৃণমূল পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু ও শিক্ষা সহায়ক সমিতি। প্রথমবার স্বীকৃতি পেয়েই ২১ জুলাইয়ের ঐতিহাসিক দিনে দলের সমর্থনে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তাঁদের সংগঠনের উপস্থিতির জানান দেন। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল থেকেই এসেছেন শিক্ষকরা। আজকের এই মিছিলে সকলের সঙ্গে পা মেলান রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ, কার্যকরী সভাপতি জীবন কুমার দাস, কোষাধ্যক্ষ পিঙ্কি ব্যানার্জী সহ বিকাশ দাস, রঞ্জন মাইতি, শাশ্বতী হাসান, আসিফ ইকবাল, পারভেজ সাবের জুয়েল, বানী কুমার সাহা, গৌতম কর্মকার সহ রাজ্য কমিটির সদস্যরা।
রাজ্য সভাপতি রমিউল বাবু বলেন, সারা রাজ্য থেকে তাঁদের প্রায় ৫ হাজার শিক্ষক শিক্ষিকা আজ ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করেন। তিনি আরো বলেন ২১ জুলাই একটা আবেগ। দল, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত শক্ত করতেই তাঁরা আজ মিছিল করেন। পার্শ্ব শিক্ষকরা মিছিল করে দলের প্রতি তাঁদের সমর্থন জানালেন। এখন দেখার তাঁদের দীর্ঘ দিনের যে দাবি বেতন বৃদ্ধি সেটা কবে তাঁরা পান।