এস আই আর ফর্মপূরণে সহায়তা দিতে তৃণমূলের ক্যাম্প অফিস : পরিদর্শনে সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি সহ নেতৃত্ব
Bengal Times News, 5 November 2025
অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে শুরু হয়েছে এস আই আর এর কাজ। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবার কাজ শুরু করেছেন। তাঁদের সাথে তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশে বিএলএ ২ - রা থাকছেন। আজ দ্বিতীয় দিনে জামালপুরে সুষ্ঠু ভাবে চলে এসআইআর এর কাজ। প্রতিটি অঞ্চলে ফর্মপূরণে সহায়তা করতে ক্যাম্প অফিস করা হয়েছে। সেখানে সাধারণ মানুষদের সাহায্য ও পরিষেবা দিতে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ অঞ্চলের নেতৃত্বরা। প্রতিটি অঞ্চলের ক্যাম্প ঘুরে ঘুরে তদারকি করছেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। আজ ব্লকের বিভিন্ন অঞ্চলের ক্যাম্প অফিস গুলো সরেজমিনে ঘুরে দেখলেন বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খাঁন।
আজ তাঁরা পারাতল ১ ও ২ অঞ্চল, জৌগ্রাম , আবুজহাটি ১ ও ২ অঞ্চলে যান। সেখানে ক্যাম্পে উপস্থিত থাকা সমস্ত মানুষের সাথে কথা বলে তাঁদের সুবিধা অসুবিধা জানতে চান এবং ফর্ম ফিলাপ করতে সাহায্য করেন।
তাঁদের সাথে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ, আনোয়ার সরকার, মৃদুল কান্তি মন্ডল, তরুণ কান্তি ঘোষ, রমেন্দ্রনাথ কোনার, প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা।
সাংসদ সকলের উদ্দেশ্যে বলেন কেউ অযথা ভয় খাবেন না। অনেকেই হয়তো ফর্ম ঠিক ভাবে বুঝতে পারবেন না সেই জন্যই এই ক্যাম্প করা হয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য। এবং একটিও বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে তাঁরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, একটি বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য সদা সতর্ক থাকবে বি এল এ ২ - রা। সর্বোপরি তাঁরাও নজর রাখবেন।
ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, আজ দ্বিতীয় দিনে তিনি বিভিন্ন অঞ্চলে বেরিয়েছেন। আজ সাংসদ ম্যাডাম ব্লকে এসেছেন রয়েছেন বিধায়ক সাহেব। সকলে মিলে তাঁরা আজ বিভিন্ন অঞ্চলে ক্যাম্প গুলি ঘুরে দেখে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন তৃণমূল কংগ্রেস সবার সাথেই আছে এবং থাকবে। কারোর কোনো অসুবিধা হলে বি এল এ ২ - রা অঞ্চলের ক্যাম্প অফিসগুলোতে আসবেন। সাহায্য পেয়ে যাবেন। একটি বৈধ ভোটারের নাম তাঁরা বাদ যেতে দেবেন না।






