International Yoga Competition
আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়, দেশের মুখ উজ্জ্বল করলো বাংলার প্রত্যুষা
Bengal Times News, 28 October 2025
অতনু হাজরা, জামালপুর : আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেপালে। সম্প্রতি প্রতিযোগিতাটি হয় নেপালের পানিটাঙ্কির এইচ এম সি হোটেলে। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর, ইউ এস এ, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ ১২ টি দেশ অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১২ বছর বয়সের গ্রুপে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সাথে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের কোরা গ্রামের প্রত্যুষা পাল অংশ নিয়েছিল। সে ভারতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেছিল। প্রসঙ্গত নেপালে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবার আগে তাকে নিজের জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে। সেখানে সে সাফল্যের সঙ্গেই প্রথম স্থান পেয়েছিল। যার ধারা অব্যাহত রেখে নেপালেও সে প্রথম হয়ে গোল্ড মেডেল লাভ করলো।
তার এই সাফল্যে দেশ যেমন গর্বিত তেমনি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের জেলা পর্ব বর্ধমান এমনকি তার নিজের ব্লক জামালপুর আজ গর্বিত। জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম কোরা। বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে। তাঁদের মেয়েকে নিয়ে খুব শখ যে যোগাসনে মেয়ে কিছু করে দেখাবে। তাঁরা বলেন ব্যারাকপুর অষ্টঙ্গ অ্যাকাডেমি তে তাঁদের মেয়ে প্রশিক্ষণ নেয়। অনুশীলনের সুবিধার জন্য সে বর্তমানে চন্দননগর তেমাতা উসাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে। প্রত্যুষা প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি গোল্ড মেডেল, একটি ট্রফি ও সার্টিফিকেট পায়। সমস্ত গ্রুপের প্রথম ও দ্বিতীয়দের নিয়ে হওয়া চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় সে তার থেকে অনেক বড়দের সাথে লড়াই করে রানার্স হয়। তার এই সাফল্যে যেমন তার বাবা মা খুশি তেমন রাজ্য, জেলা এবং ব্লকের সমস্ত মানুষও খুব খুশী। ব্লকের বিডিও পার্থ সারথী দে জানান, এটা অত্যন্ত আনন্দের ও গর্বের খবর। খুব খুশী হয়েছেন তিনি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তার এই সাফল্যের জন্য তাকে এবং তার বাবা মাকে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন প্রত্যুষা জামালপুরে ফিরলে তিনি দেখা করবেন তার সাথে। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, এ দারুণ গর্বের ব্যাপার। জামালপুরের মেয়ের বিশ্বজয়। খুব খুব খুশী হয়েছেন। প্রত্যুষার জন্য তাঁরা খুব গর্ব অনুভব করছেন। সোনার মেয়ে সে। বাড়িতে এলেই তার সাথে দেখা করবেন বলে জানান। তিনি প্রত্যুষা ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রতিযোগিতায় প্রথম হবার জন্য সে ভুবনেশ্বরে হতে যাওয়া ওয়ার্ল্ড কাপে অংশ নেবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


