International Film Festival
২৭তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন ১ নভেম্বর, মোট সাতটি ছবি প্রদর্শিত হবে
Bengal Times News, 31 October 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ২৭তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান রবীন্দ্রভবনে আয়োজিত এই উৎসব চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির সভাপতি ডঃ ষোড়শী মোহন দাঁ, সম্পাদক বাপ্পাদিত্য দাঁ, কোষাধ্যক্ষ সুজিৎ চট্টোপাধ্যায় এবং সহ সভাপতি শীর্ষেন্দু সাধু সহ অন্যান্যরা।
উৎসব কমিটির সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানান, এবারের চার দিনের উৎসবে মোট সাতটি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে চারটি বাংলা ছবি এবং তিনটি বিদেশী ছবি। অমিতাভ চ্যাটার্জী পরিচালিত 'আদিম' ছবিটি উদ্বোধন পর্বে প্রদর্শিত হবে। ১ নভেম্বর বিকেল ৫ টায় উৎসবের উদ্বোধন করবেন এই ছবির পরিচালক অমিতাভ চ্যাটার্জী। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব আয়োজক কমিটির সভাপতি ডঃ ষোড়শী মোহন দাঁ সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। উৎসবের শেষ দিনে থাকবে ঋত্বিক ঘটকের ছবি 'সুবর্ণরেখা'। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপনে এদিন বিকেল পাঁচটায় একটি মনোজ্ঞ আলোচনা সবারও আয়োজন করা হয়েছে। ঋত্বিক ঘটক সম্বন্ধে আলোচনা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট এর অধ্যাপক মানস ঘোষ। সব মিলিয়ে উৎসবের প্রস্তুতি পর্ব চূড়ান্ত।
২৭ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির সভাপতি ডঃ ষোড়শী মোড়ন দাঁ উৎসবের উদ্বোধন সহ প্রতিদিনের জন্য সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন।


