বাংলা ও বাঙালির উপর আক্রমণের প্রতিবাদে বাংলার গর্ব মণীষীদের ছবির প্ল্যাকার্ড হাতে মিছিল
Bengal Times News, 2 September 2025
অতনু হাজরা, রসুলপুর : বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বড় মিছিল হয় পূর্ব বর্ধমানের রসুলপুরে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মেমারী ১ নং ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে রসুলপুর হনুমান মন্দির থেকে রেলগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, যুব সভাপতি মহম্মদ শাজাহান, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, নারী শিশু কর্মাধ্যক্ষ তসলিমা খাতুন, মহিলা নেত্রী গীতা দাস , তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা কৌশিক মল্লিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা।
এখানেও মিছিল থেকে বাঙালি ও বাংলা ভাষার উপর যে আক্রমণ চলছে এবং সেনা বাহিনীকে রাজনৈতিক ভাবে ব্যবহারের তীব্র সমালোচনা করা হয়। এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাংলার গর্ব প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য দেব, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বর্ণপরিচয়ের শ্রষ্টা পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষ চন্দ্র বসু, রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম সহ বিভিন্ন মণীষীদের ছবির প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। যারা সারা বিশ্বে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছে।