SCROLL

আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাকরি চুরির পাপক্ষালন?’ ৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার রাত ১০ টায়।


 

টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাকরি চুরির পাপক্ষালন ?’ ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১০ টায়।


Bengal Times News, 6 September 2025

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ৫ সেপ্টেম্বর ২০২৫। শিক্ষক দিবস পালিত হয়েছে দেশজুড়ে। পালিত হয়েছে এই বাংলায়। কিন্তু বাংলার শিক্ষাদুর্নীতি যেন শিক্ষক দিবসকে ম্লান করে দিয়েছে। বাংলা জুড়ে মানুষ দেখেছে কী ভাবে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও কীভাবে যোগ্যরা পথে বসে আছে। দীর্ঘ আন্দোলন-ধর্ণা-টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার আগে কোর্টের নির্দেশেই এসএসসি প্রকাশ করেছে অযোগ্যদের তালিকা। সেই তালিকা নিয়েও রাজনৈতিক মহলে চলেছে বিস্তর জলঘোলা। অবশেষে এসএসসি-র নিয়োগ পরীক্ষার প্রথম দফা ০৭ সেপ্টেম্বর ২০২৫। পরীক্ষা ঘিরে বিস্তর কড়াকড়ি এবং সব দুর্নীতি মুছে ফেলার আশ্বাস। কিন্তু ন্যায়ের পথে চাকরি পেয়েও যাঁরা সব হারালেন, সেই শিক্ষকদের চোখের জল মুছবে কে? কবে শাস্তি পাবে চাকরি চুরির রাঘববোয়ালেরা? নাকি নতুন করে নিয়োগ পরীক্ষাতেই ধামাচাপা পড়ে যাবে সব কিছু? অন্যের পাপের প্রায়শ্চিত্ত করবেন শুধু যোগ্য শিক্ষকেরাই! দাগিদের জন্য প্রাণ কাঁদছে সরকারের ? যোগ্যদের পাশে কেউ নেই ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাকরি চুরির পাপক্ষালন ? ৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার রাত ১০ টায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad