SCROLL

আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Transport labour পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবিরে বিপুল সাড়া


 

Transport labour


পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবিরে বিপুল সাড়া 


Atanu Hazra 
Bengal Times News, 30 August 2025

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে ও জামালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জামালপুর বাসস্ট্যান্ডে আয়োজিত হল পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণের বিশেষ শিবির। 

এই শিবিরে উপস্থিত ছিলেন যুগ্ম শ্রমাধ্যক্ষ, দুর্গাপুর মনোজ সাহা, যুগ্ম শ্রমাধ্যক্ষ, বর্ধমান সদর দক্ষিণ দেবাশীষ মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও জামালপুরের ন্যূনতম মজুরি পরিদর্শক শুভাশীষ ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মন্ডল, বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা এবং জামালপুর অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ। রাজ্য সংগীত উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। যুগ্ম শ্রমাধ্যক্ষ দেবাশীষ মন্ডল উদ্বোধনী ভাষণে এই প্রকল্পের সমস্ত খুঁটিনাটি বিষয় জনগনের সামনে তুলে ধরেন। পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খাঁন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে তুলে ধরেন। 

পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে পরিবহন শ্রমিকরা ৬০ বছর বয়সের পর মাসে মাসে দেড় হাজার টাকা করে পেনশন পান। প্রসঙ্গত উল্লেখযোগ্য মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার ক্ষমতায় আসার পর এই পেনশন ৭৫০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছে। এছাড়া তার মৃত্যুর পর তার পরিবারের সদস্য ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন এরই সাথে শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বইও দেওয়া হয়, যেখানে একজন শ্রমিকের একাউন্টে রাজ্য সরকার প্রতি মাসে ৫৫ টাকা জমা করেন এবং ৬০ বছর বয়সের পর সুদেমূলে ওই টাকা শ্রমিক লাভ করেন। 

এছাড়া দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু হলে দু লক্ষ টাকা পান। অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের হাতে সামাজিক মুক্তি কার্ড ও পাশ বই তুলে দেওয়া হয়। প্রায় ৭০০ জন পরিবহন শ্রমিক আজ নিজেদের নাম নিবন্ধিত করেছেন বলে সূত্রের খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad