Nilufa Yeasmin
বাংলার গর্ব কাটোয়ার নিলুফা ইয়াসমিন-কে মন্ত্রী স্বপন দেবনাথ এর শুভেচ্ছা
Bengal Times News, 13 August 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নিলুফা ইয়াসমিন গর্বিত করেছেন গোটা বাংলাকে। ইউজিসি নেট জেআরএফ, ২০২৫-এর পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন নিলুফা। ১৩ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নিলুফার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এদিন মন্ত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্গী রিসার্চ স্কলার হোস্টেলে গিয়ে নিলুফা ইয়াসমিন কে শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী হালদার।
উল্লেখ্য পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফা। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় তাঁর এই অসাধারণ কৃতিত্বে খুশির জোয়ার কাটোয়া জুড়ে। স্কুল জীবন থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী ছিলেন নিলুফা। স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও ভাল ফল করেছিলেন তিনি।
নিলুফা জানান, শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা থেকেই শুরু করেছিলেন UGC NET ও JRF-এর প্রস্তুতি। তবে এই পথ মোটেও মসৃণ ছিল না। আগেও দু’বার পরীক্ষায় বসে সফল হতে পারেননি তিনি। কিন্তু তাতে দমে যাননি নিলুফা। এগিয়ে গিয়েছেন দৃঢ় সংকল্প নিয়ে। আর তাতেই সফল নিলুফা ইয়াসমিন।