কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
Sangbad Prabhati, 11 August 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অর্ধদিবসীয় কর্মশালায় আয়োজিত হয়।
সোমবার দুটি বিষয়ে এই কর্মশালায় প্রথমার্দ্ধে 'বর্জ্য হতে স্বাধীনতা' শীর্ষক কঠিন বর্জ্য ব্যবস্থা বিষয়ক সচেতনতা ও সংগ্রহ অভিযান সংগঠিত হয়, পরবর্তিতে সাইবার অপরাধ প্রতিরোধ ও প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ক সচেতনতা শিবির আয়োজিত হয়।
বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সন্দীপন সরকার, কলেজের অধ্যক্ষ্যা ড. শ্রাবন্তি বন্দ্যোপাধ্যায় জানান, 'দুইশতাধিক ছাত্রছাত্রীসহ অধ্যাপক ও শিক্ষাকর্মীরাও এই কর্মশালায় অংশ নেয়'।