Accident
বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু, আহত অনেকে
Bengal Times News, 15 August 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : স্বাধীনতা দিবসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে শহর বর্ধমানে। সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের নবাবহাট ফাগুপুর এলাকায়। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। জানা যায়, তারকেশ্বর থেকে পুজো দিয়ে আসানসোলের দিকে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা সকলে বিহারের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনায় বাসের সামনের দিকের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ জাতীয় সড়কের উপরেই লরিটি দাঁড়িয়ে ছিল। ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।