DIAC Performing Art and Culture Foundation
ভারতীয় শিল্প সংস্কৃতি প্রসারে ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন এর বিশেষ উদ্যোগ
Bengal Times News, 10 August 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : সারা দেশের শিল্প ও সংস্কৃতিকে ঘিরে এক অভিনব সর্ব ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন। এই উপলক্ষে ৮ আগস্ট বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইভেন্ট কো-অর্ডিনেটর মৃন্ময় কান্তি গুহ, ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন-এর আহ্বায়ক সুমন মুখার্জী, বিশিষ্ট ওডিসি নৃত্যশিল্পী পৌলমী মুখার্জী প্রমুখ।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রারম্ভিক বক্তব্যে মৃন্ময় কান্তি গুহ বলেন, বর্ধমান শহরে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছেন সুমন মুখার্জী ও পৌলমী মুখার্জী। তারাই এবার ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন।
সুমন মুখার্জী বলেন, তারা যে সর্ব ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই প্রোগ্রামটি চারটি রিজিয়নের মাধ্যমে পরিচালিত হবে। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এক্ষেত্রে পূর্বাঞ্চলে বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি ও আসাম মিলিয়ে চারটি শহরে অনুষ্ঠান হবে এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলি হবে রিজিওনাল লেভেল, জোনাল লেভেল ও ন্যাশনাল লেভেলে। এই অনুষ্ঠানের প্রথমটি অনুষ্ঠিত হবে বর্ধমান শহরে। যেখানে ছ'টি জেলা অংশগ্রহণ করবে। এই ছটি জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে থাকছে স্কুল ছাত্রছাত্রীদের শিল্পকলার প্রতিযোগিতা। দ্বিতীয় পর্যায়ে তরুণ শিল্পীদের পারফরম্যান্স, আর তৃতীয় ক্ষেত্রে থাকছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিল্পীদের অনুষ্ঠান। যারা তাদের সাংস্কৃতিক দক্ষতা পরিবেশন করবেন মঞ্চে।
পৌলমী মুখার্জী বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, মার্শাল আর্ট, যোগব্যায়াম ইত্যাদি তুলে ধরা হবে। তাদের এই উদ্যোগে বিভিন্ন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষরা সাথী হবেন।