BJP District Committee
বিজেপির জেলা কমিটি ঘোষণা হতেই রানীবাঁধে প্রবল বিক্ষোভ, দলীয় কার্যালয়ে তালা
Bengal Times News, 20 August 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : বিজেপির বাঁকুড়া জেলা কমিটি ঘোষণা হতেই দলের অন্দরে দেখা দিল তীব্র ক্ষোভ। দুক্ষিরানী মুদিকে অবিলম্বে নবনিযুক্ত জেলা সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নীচু তলার কর্মীরা। ক্ষোভ এমন আকার নিয়েছে যে দলের মন্ডল কার্যালয় তালাবন্ধ করে আপাতত ওই মন্ডলে দলের সাংগঠনিক কাজকর্ম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা ও কর্মীরা।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা কমিটি গঠনের পর গতকাল জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। দেখা যায় ওই জেলা কমিটিতে শুধু স্থান পাওয়াই নয়, জেলা কমিটির সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন রানীবাঁধের দুক্ষিরানী মুদি। আর এতেই রানীবাঁধ এলাকায় থাকা বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের পারদ চড়তে শুরু করে। বিজেপির রানীবাঁধ ২ মন্ডলের নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভের মাত্রা এতটাই চড়ে যে ওই মন্ডলের দলীয় কার্যালয়ে তালা দিয়ে প্রকাশ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মন্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি দুক্ষিরানী মুদি আগে বিজেপি করলেও ২০২১ এর বিধানসভা নির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পর তৃণমূলের পতাকা ধরে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়া সেই দুক্ষিরানী মুদিকেই ফের বিজেপির জেলা সম্পাদক পদে বসানো হয়েছে। বিক্ষোভকারী বিজেপি নেতা কর্মীদের দাবি অবিলম্বে দুক্ষিরানী মুদি কে ওই পদ থেকে অপসারণ না করা পর্যন্ত রানীবাঁধ ২ নম্বর মন্ডলের দলীয় কার্যালয় শুধু বন্ধই থাকবে তাই নয় ওই মন্ডলে দলের সমস্ত সাংগঠনিক কাজ বন্ধ থাকবে। বিষয়টি তাঁরা লিখিত ভাবে জেলা নেতৃত্বকেও জানিয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
দুক্ষিরানী মুদি তৃণমূলে যোগদানের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি ২০২১ এর নির্বাচনে রানীবাঁধ বিধানসভায় তৃণমূল জয়লাভ করার পর তাঁকে আক্রমণ করা হয়েছিল। সেই আক্রমণের হাত থেকে বাঁচতে তিনি সে সময় তৃণমূলের পতাকা ধরেছিলেন। তবে তাঁর দাবি তিনি কোনোদিনই তৃণমূল করেননি।
তৃণমূলও দুক্ষিরানী মুদিকে তৃণমূল বলে মানতে নারাজ। তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর কটাক্ষ বিজেপি এখন লোক না পেয়ে যাকে তাকে ধরে পদ দিয়ে দিচ্ছে। তারফলেই এমন ঘটনা ঘটেছে। বিজেপি থেকে মানুষ মুখ ঘুরিয়ে দিয়েছে। সকলেই দিদির উন্নয়নের জোয়ারে তৃণমূল এর জোড়া ফুলকেই পছন্দ করছে।