Amader Para Amader Samadhan
পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে রাজ্যের মন্ত্রী সহ জেলা শাসক, বিধায়ক ও জনপ্রতিনিধিরা
Bengal Times News, 19 August 2025
অতনু হাজরা, জামালপুর
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে একযোগে পূর্ব বর্ধমান জেলাতেও চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। রাজ্যের মন্ত্রী সহ সাংসদ, বিধায়ক, প্রশাসনিক কর্তা ও অন্যান্য জনপ্রতিনিধিরা এই কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি জনস্বার্থে প্রয়োজন ভিত্তিক ব্যবস্থাও নিচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজও শুরু হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ ব্লকের নান্দুর এফপি স্কুল এবং বর্ধমান-১ ব্লক এলাকার টুবগ্রাম এফপি স্কুলের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন রাজ্যের অপ্রচলিত এবং নবায়নযোগ্য শক্তির উৎস দপ্তরের মন্ত্রী মহঃ গোলাম রব্বানী। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ক্যাম্পের ব্যবস্থাপনায় খুশি।
মন্ত্রী ছাড়াও ছিলেন জেলা শাসক আয়েশা রাণী এ, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ তৃণমূল কংগ্রেসের বর্ধমান ২ ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা।
অন্যদিকে জামালপুরে আজ পাড়ায় সমাধানের ক্যাম্প অনুষ্ঠিত হলো পারাতল ১ ও ২ অঞ্চলে। পাড়ায় সমাধানের ক্যাম্প পরিদর্শনে সেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, দুই অঞ্চল প্রধান , উপ প্রধান, দুই অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা।
সেখানে গিয়ে তাঁরা ক্যাম্পের বিভিন্ন কাউন্টার গুলি ঘুরে দেখেন, সাধারণ মানুষ যাঁরা পরিষেবা নেওয়ার জন্য আসছেন তাঁরা ঠিক ভাবে আবেদন করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। মেহেমুদ খাঁন বলেন ধারাবাহিক ভাবে জামালপুর ব্লকে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে একদিকে যেমন মানুষ নিজের বুথের কী কী উন্নয়নের কাজ করতে হবে সে বিষয়ে মতামত দিচ্ছেন।
তারই সাথে এখনো পর্যন্ত বিভিন্ন সরকারী প্রকল্পের সাহায্য যাঁরা পাননি তাঁরা সেই সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন। দ্রুতই তাঁরা সেই সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রীর এ এক অভিনব ভাবনা। বিধায়ক বলেন এই প্রকল্পের মাধ্যমে যেমন প্রতিটি বুথের উন্নয়ন হবে তার সাথে সাথে এখনো যাঁরা সরকারী প্রকল্পের সুযোগ পাননি তাঁরা আবেদনের ভিত্তিতেই সুযোগ পেয়ে যাবেন।