জঙ্গলমহলের রাইপুরে চলছে পাড়ায় সমাধান
Bengal Times News, 21 August 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি বৃহস্পতিবার জঙ্গলমহলের রাইপুর ব্লকের নতুনগড় প্রাথমিক বিদ্যালয় বুথে এলাকার মানুষজনদের নিয়ে এই কর্মসূচি রূপায়ণে আলোচনা করছেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে। রয়েছেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পল্টু রজক সহ অন্যান্যরা। এখানে উল্লেখ্য রাইপুর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথ এলাকার শিবিরে উপস্থিত হয়ে বিডিও এলাকার মানুষদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যাবে সেই বিষয় নিয়ে বুথ এলাকার সাধারণ মানুষদের সাথে আলোচনা করে কর্মসূচি গ্রহণ করছেন বলে জানা যায় আজ বৃহস্পতিবার রাইপুর নতুনগড় প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় আলোচনা করছেন বিডিও উদয়নারায়ন দে। বুথে আসা হরিহর গঞ্জগরের বাসিন্দা সাধু সিংহ দেব, সন্ধ্যা সিংহ দেব, দুলালী লোহার, সন্ধ্যা লোহাররা বলেন বিডিও সাহেব আমাদের সমস্যার কথা মন দিয়ে শুনলেন এবং ১০ লক্ষ টাকার মধ্যে যে সমস্ত উন্নয়ন গুলো করা সম্ভব সেগুলি লিপিবদ্ধ করলেন।
আমরা বিডিও সাহেবের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আমরা খুশি উনি আমাদের সাথে একাত্ম হয়ে নিচে বসে আলোচনায় অংশ নিলেন। একজন আধিকারিক আমাদের সাথে যেভাবে মিসলেন তাতে আমরা গর্বিত, এইরকম একজন মানুষকে বিডিও হিসেবে পেয়েছি। জঙ্গলমহলের উন্নয়নের একজন কান্ডারী আমাদের রাইপুরে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে এসেছেন। এছাড়া আমরা দেখেছি পিছিয়ে পড়া জনজাতির মানুষগুলোর উন্নয়নে উনি ঝাঁপিয়ে পড়েছেন বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যেই পালন করেছেন।