State Highway
বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক সংস্কারের দাবিতে পথে অবরোধে সিপিআইএম ও তাদের যুব সংগঠন
Bengal Times News, 18 August 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক সংস্কারের দাবিতে পথে নেমেছে সিপিআইএম ও তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার সিপিআইএম এর বাঁকুড়া জেলা কমিটি ও ডিওআইএফআই রায়পুর ব্লক কমিটির উদ্যোগে সকাল ১০ : ২০ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে মটগোদা মোড়ে পথ অবরোধ শুরু হয়।
পরে অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন পূর্ত দপ্তরের বিষ্ণুপুর ডিভিশনের জুনিয়ার ইঞ্জিনিয়ার জয়ন্ত সন্ন্যাসী, রায়পুর ব্লকের বিডিও উদয় নারায়ন দে, আই সি পলাশ কুমার বারিক সকলের হস্তক্ষেপে শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানালে সাড়ে এগারোটা নাগাদ অবরোধ উঠে যায়। এদিনের অবরোধে নেতৃত্ব দেন সিপিআইএম-এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য পার্থপ্রতিম মজুমদার, ডি ওয়াই এফ আই এর নেতৃত্ব অমিতাভ পাঠক সিপিআইএম এর রায়পুর এরিয়া কমিটির সম্পাদক দীপক মন্ডল, জলধর বাগ।
জুনিয়র ইঞ্জিনিয়ার জয়ন্ত সন্ন্যাসী উপস্থিত দলীয় নেতৃত্ব ও অবরোধকারীদের কাছে বলেন, রাস্তা সংস্কারের কাজ কেমন হয়েছে তা দেখার জন্য সেন্ট্রাল টিম এসে দেখে গেছেন এবং তারা মালপত্র পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে নিয়ে গেছেন সেই রিপোর্ট পাওয়ার পর রাস্তার কাজ নতুনভাবে শুরু হবে।
অবরোধকারী গায়ত্রী বাগ, বরুণ মুর্মু, কালিপদ মুর্মু, বৈদ্যনাথ পাল, সুনীল বাগ, জলধর বাগ'রা বলেন রাস্তা একদিকে তৈরি হচ্ছে অন্যদিকে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। অবিলম্বে চলাচলের উপযুক্ত করে রাস্তা সংস্কার করা হোক তা না হলে আমরা বড়সড়ো আন্দোলনে নামতে বাধ্য থাকব। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।