Folk Artist
লোকশিল্পীদের জেলা ভিত্তিক সম্মেলন
Bengal Times News, 17 July 2025
লুতুব আলি, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পীদের নিয়ে ১৭ জুলাই মহাসমারোহে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক সম্মেলন। দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান জানান, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক শিল্পীদের উজ্জ্বল উপস্থিতিতে এই সম্মেলন বর্ণময় হয়ে ওঠে। এই জেলার লোকশিল্পীরা অত্যন্ত গুণী। রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই শিল্পীদের সঠিক মর্যাদা দিতে।
দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ১৭ জুলাই বালুরঘাটের রবীন্দ্রভবনে লোকশিল্পীদের জেলাভিত্তিক সম্মেলন মুখরিত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পৌরসভার পৌর প্রধান অশোক কুমার মিত্র। উপভোক্তা বিষয়ক বিভাগ, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ সহ বিভিন্ন বিভাগের জেলা দপ্তরের আধিকারিক বৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে উপস্থিত আধিকারিকদের দপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে বিশদে তথ্য ভাগ করে নেন জেলার লোকশিল্পীদের সঙ্গে।
এই সমস্ত তথ্য জেলার লোকশিল্পীদের সমৃদ্ধ করবে বলে তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানিয়েছেন। লোকশিল্পীরা বিভিন্ন প্রকল্প গুলির বিষয়ে সম্মুখ ধারণা নিয়ে জনসাধারণের কাছে বৃহত্তর পরিসরে যেতে পারবেন। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে লোকশিল্পীদের উৎকর্ষতা তুলে ধরেন।