SCROLL

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ছাত্র-ছাত্রীদের পরিবেশ সচেতনতার পাঠ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি


 

ছাত্র-ছাত্রীদের পরিবেশ সচেতনতার পাঠ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি 


Lutub Ali
Bengal Times News, 17 July 2025

লুতুব আলি, বাগনান : হাওড়ার বাগনান নাগরিক কল্যাণ সমিতির আয়োজনে ১৭ জুলাই অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের পরিবেশ সচেতনতার ওপর পাঠ দেওয়া হয়। বাগনানের বেনেপুকুর নতুন পল্লী এলাকায় এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু। সংগঠনের সভাপতি প্রসূন কুমার মিত্র, মুখ্য সংগঠক আজিজুল বেগ সকলকে অভিবাদন জ্ঞাপন করেন। এদিন বাগনান ১ নং গ্রাম পঞ্চায়েতের বেনাপুকুর নতুন পল্লীতে কাছারিপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে শিশু বৃক্ষ তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন হাওড়া জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নয়ন হালদার, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পঞ্চানন দাস, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল মান্নান, পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা মাইতি, গ্রাম পঞ্চায়েত সদস্য নবাব মল্লিক, মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, প্রাক্তন উপপ্রধান তরুণ পাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি প্রসূন কুমার মিত্র বলেন, গাছ লাগানোর থেকে বাঁচানো বেশি জরুরী তাই আমরা সংরক্ষণ করে বৃক্ষরোপণ করলাম। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলায় বর্ষার সময় অতিবৃষ্টি, শীতের সময় বন্যা এবং সঠিক সময়ে সমস্ত ঋতুগুলি প্রকৃতির স্বমহিমায় তাদের দেখা মেলে না বলে অনুষ্ঠানে অনেকে উদ্বেগ প্রকাশ করেন! সরকারি ব্যবস্থাপনার সঙ্গে ব্যক্তিগতভাবে এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে বনসৃজনার জন্য আরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে বলে অনেকে মন্তব্য করেন। 

চন্দ্রনাথ বসু জানান এদিন সংরক্ষণ করে ২৫ টি সুপারি চারা রোপন করা হয়েছে ও ১০০ টি চারা গাছ বিতরণ করা হয়েছে। প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে হলে বৃক্ষরোপণের ব্যাপারে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী দিনে সূর্যের তাপমাত্রা আর ও বাড়বে। তাপমাত্রা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলিও কাজ করবে না। ফলে যুদ্ধকালীন তৎপরতায় প্রকৃতির এই দুরবস্থা কে একমাত্র গাছই স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতে পারে। কেউ নির্বিচারে গাছ কাটলে তা প্রশাসনকে সরাসরি জানানোর অনুরোধ জানান প্রসন কুমার মিত্র। এদিন পরিবেশের ওপর মন ছুঁয়ে যার বক্তব্য রাখেন মানুষ কুমার বসু, নয়ন হালদার, পঞ্চানন দাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad