ব্যাঙ্ক অফ বরোদা'র ১১৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 'প্রানের জন্য হৃদয়ের উপহার' রক্তদান শিবির
Bengal Times News, 19 July 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ব্যাঙ্ক অফ বরোদা ১১৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 'প্রানের জন্য হৃদয়ের উপহার' শীর্ষক এক মহতী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে জি টি রোড ভাঙাকুঠি এলাকায় ব্যাঙ্কের বর্ধমান আঞ্চলিক দপ্তরে জান ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার একটি রক্তদান শিবির আয়োজিত হলো।
উপস্থিত ছিলেন ব্যাঙ্কের বর্ধমান রিজিওনের রিজিওনাল ম্যানেজার রাজেশ কুমার দাস, ডেপুটি রিজিওনাল ম্যানেজার প্রভাত কুমার ঝা, চিফ ম্যানেজার প্রত্যয় সরকার, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহ: আসরাফউদ্দিন, জান ফাউন্ডেশনের সম্পাদক সেখ হাফিজুর রহমান সহ অন্যান্যরা।
এদিন দিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ডেপুটি রিজিওনাল ম্যানেজার প্রভাত কুমার ঝা রক্তদান করেন। ব্যাঙ্কের কর্মী ও গ্রাহকরা সহ শতাধিকজন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। রক্তদাতাদের প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
ব্যাঙ্ক অফ বরোদার বর্ধমান মেইন ব্রাঞ্চের চিফ ম্যানেজার প্রত্যয় সরকার জানান, ব্যাঙ্ক অফ বরোদা'র প্রতিষ্ঠা দিবস ২০ শে জুলাই, সেই দিনটিকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন এছাড়াও তারা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অনাথ আশ্রম এবং দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের জন্য সেবামূলক কিছু কর্মসূচিও রেখেছেন।




