পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ২১শে জুলাই এর প্রস্তুতি সভা
Bengal Times News, 7 July 2025
সাধন মণ্ডল, বাঁকুড়া : ২৫ টি চক্রের শতাধিক শিক্ষক নেতৃত্বদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়, জেলা তৃণমূলের চেয়ারপার্সন আলোকা সেন মজুমদার, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক ড. শ্যামল সাঁতরা, সংখ্যা লঘু সেলের জেলা সভাপতি তফিকুর রহমান, ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সভাপতি কার্তিক দে সহ জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও ব্লক সভাপতিরা।
৭ জুলাই আয়োজিত সভায় মূলত ২১ জুলাই কলকাতা সমাবেশ নিয়ে আলোচনা হয়। সাথে সাংগঠনিক বিষয়ে অনেক দিক আলোকপাত করা হয়।
সমগ্র সভাটি পরিচালনা করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সাংগঠনিক সভানেত্রী স্বাতী ব্যানার্জী।