'আলু চাষী ও ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে' : এক ঝাঁক মন্ত্রী, বিধায়কদের উপস্থিতিতে নতুন সংগঠনের প্রস্তুতি সভা
Bengal Times News, 6 July 2025
আশিস কুমার ঘোষ, হরিপাল : হুগলি জেলার হরিপালে রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ পটাটো গ্রোয়ার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সহ একাধিক বিধায়ক, এছাড়া হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, আগে যে সংগঠন ছিল তারা দু একজন মানুষের ব্যক্তিগত স্বার্থ দেখতো, তারা কোনো বৃহত্তর স্বার্থ দেখতো না, সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করতো, বারবার বিপাকে ফেলার চেষ্টা করছে সরকার কে, পাশপাশি তিনি আরো বলেন, আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নুতন সংগঠন গঠন করা হয়েছে।
এই সংগঠনের মাধ্যমে আলুকে শুধু রান্না ঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনের মাধ্যমে আগামী দিনে আলু চাষী ও ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীরা।