তালডাংরায় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ শাসক তৃণমূলের
Bengal Times News, 10 July 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : বিনা প্রতিদ্বন্দ্বিতায় তালডাংরা সমবায়ের পরিচালন সমিতি নির্বাচনে ন'টি আসনেই জয়লাভ করল শাসকদল তৃণমূল কংগ্রেস।ৎফের সবুজ আবির উড়িয়ে আনন্দে মাতল কর্মী সমর্থকরা বাঁকুড়ার তালডাংরায়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ মনোনয়ন জমা করতে দিলে তবে তো ভোটটা হবে। প্রসঙ্গত ২০০৯ সালে তালডাংরার সমবায় সমিতির নির্বাচনে তৎকালীন শাসক সিপিআইএম হারিয়ে বিরোধী তৃণমূল সর্মথিত প্রার্থীরা নির্বাচিত হয় পরিচালন সমিতির সদস্য হিসেবে। ২০১৯ সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্যপদ থাকে। তারপর ২০১৯ সালের পর থেকে এই সমবায় সমিতিতে কোন নির্বাচন হয়নি। এবার ২০২৫ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন অর্থাৎ ৯টি আসনে জয় লাভ করল শাসক তৃণমূল।
বৃহস্পতিবার ছিল সমবায় পরিচালন সমিতি নির্বাচনের দিন।কিন্তু কোন বিরোধী প্রার্থী মনোনয়ন জমা না দেওয়াই ৯ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। জয়ের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব সবুজ আবির খেলায় মাতলো এছাড়া নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল মালা দিয়ে বরণ করে নিল দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন
তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তিনি বলেন "কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছে এই সরকার,এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মা মাটি মানুষের জয়,তিনি বিরোধীদের কটাক্ষকে নস্যাৎ করে বলেন নাচতে না জানলে উঠোন ব্যাঁকা"। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে বিরোধীরা খড় কুটোর মতো ভেসে গেছে।
অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের অভিযোগ "জয়লাভ আবার কি জিনিস। মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে। শাসক দল পুলিশের সাথে হাত মিলিয়ে বিরোধীদের কন্ঠ রোধ করেছে।কোন বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি,গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করেছে তৃণমূল"।