BDA
বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন পদে উজ্জ্বল প্রামানিক, বিধায়কের অভ্যর্থনা
Bengal Times News, 15 July 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান, ১৫ জুলাই : বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন নিযুক্ত হলেন উজ্জ্বল প্রামানিক। আজই নবনিযুক্ত চেয়ারপার্সন উজ্জ্বল প্রামানিককে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট এ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি স্বাক্ষরিত নোটিফিকেশন ১৫ জুলাই প্রকাশ করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে জামালপুরের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের প্রাক্তন মেন্টর, বর্তমানে রাজ্যের খাদি বোর্ডের সদস্য উজ্জ্বল প্রামানিককে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হয়েছে। ১২ জনের পরিচালন কমিটিতে ভাইস চেয়ারপার্সন পদে পুনরায় নিযুক্ত হয়েছেন আইনুল হক এবং প্রাক্তন চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত।
এছাড়া বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, রাজ্যের অর্থ দপ্তরের প্রতিনিধি, আরবান ডেভেলপমেন্ট এ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রতিনিধি, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, বিধায়ক নিশীথ কুমার মালিক, শুভব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমান উন্নয়ন সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক।