একুশে জুলাই কে সামনে রেখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
Bengal Times News, 12 July 2025
অতনু হাজরা, বর্ধমান : একুশে জুলাইকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা সভাপতি অতনু নায়েকের উদ্যোগে জেলা তৃণমূল পার্টি অফিসে একটি প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার তিন সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, উজ্জ্বল প্রামাণিক, আজিজুল হক, রাজ্য এস টি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায়, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক তথা জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনর অমিত ঘোষ, উচ্চমাধ্যমিক পরীক্ষার কনভেনর সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।
উপস্থিত নেতৃত্ব তাঁদের বক্তব্য রাখতে গিয়ে একুশে জুলাই কেন এই ভাবে পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সময়কার বাম আমলের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। সেই সময় দলনেত্রীর ভোটের পরিচয়পত্র চালুর দাবী আজকের সময়ে বোঝা যাচ্ছে যে কতটা প্রয়োজন ছিল। তাঁরা বলেন একুশে জুলাই মানেই একটা আবেগ। আজকে আমরা যে সবাই সচিত্র পরিচয় পত্র নিয়ে ভোট দিতে যাই সেটা মমতা ব্যানার্জীর জন্যই সম্ভব হয়েছে। তাঁরা উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে একুশে জুলাইকে সফল করার ডাক দেন। জেলা সভাপতি অতনু নায়েক বলেন, পূর্ব বর্ধমান থেকে শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা সেদিন ধর্মতলায় যাবেন। তিনি বলেন, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখা দলনেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে কলকাতার রাজপথে হাঁটবে। জেলার বিভিন্ন ব্লক থেকে শিক্ষক শিক্ষিকারা এদিনের প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন।