SCROLL

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

একুশে জুলাই কে সামনে রেখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা


 

একুশে জুলাই কে সামনে রেখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা


Atanu Hazra 
Bengal Times News, 12 July 2025

অতনু হাজরা, বর্ধমান : একুশে জুলাইকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা সভাপতি অতনু নায়েকের উদ্যোগে জেলা তৃণমূল পার্টি অফিসে একটি প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার তিন সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, উজ্জ্বল প্রামাণিক, আজিজুল হক, রাজ্য এস টি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায়, ছাত্র নেতা সাদ্দাম হোসেন, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক তথা জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনর অমিত ঘোষ, উচ্চমাধ্যমিক পরীক্ষার কনভেনর সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। 

উপস্থিত নেতৃত্ব তাঁদের বক্তব্য রাখতে গিয়ে একুশে জুলাই কেন এই ভাবে পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সময়কার বাম আমলের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। সেই সময় দলনেত্রীর ভোটের পরিচয়পত্র চালুর দাবী আজকের সময়ে বোঝা যাচ্ছে যে কতটা প্রয়োজন ছিল। তাঁরা বলেন একুশে জুলাই মানেই একটা আবেগ। আজকে আমরা যে সবাই সচিত্র পরিচয় পত্র নিয়ে ভোট দিতে যাই সেটা মমতা ব্যানার্জীর জন্যই সম্ভব হয়েছে। তাঁরা উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে একুশে জুলাইকে সফল করার ডাক দেন। জেলা সভাপতি অতনু নায়েক বলেন, পূর্ব বর্ধমান থেকে শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা সেদিন ধর্মতলায় যাবেন। তিনি বলেন, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখা দলনেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে কলকাতার রাজপথে হাঁটবে। জেলার বিভিন্ন ব্লক থেকে শিক্ষক শিক্ষিকারা এদিনের প্রস্তুতি সভায় অংশ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad