Blood donation in memory of martyrs
একুশে জুলাই কলকাতার সমাবেশকে সফল করে তুলতে কাটোয়ায় শহীদ স্মরণে রক্তদান শিবির
Bengal Times News, 13 July 2025
অতনু হাজরা, কাটোয়া : একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশকে সফল করে তুলতে শহীদ স্মরণে রবিবার তৃণমূল কংগ্রেসের কাটোয়া মহকুমা শিক্ষাসেল-এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কাটোয়া দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক অপূর্ব চৌধুরী, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অতনু নায়েক, তৃণমূল পার্শ্বশিক্ষক, এস এস কে, এম এস কে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ, কাটোয়া কলেজের অধ্যাপক ড. নির্মলেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত, শিক্ষক নেতা বাপ্পাদিত্য ব্যানার্জী, অমিত ঘোষ, কাটোয়া মহকুমা শিক্ষাসেল-এর নেতা সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। এইদিন এই কর্মসূচি থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জীর উপস্থিতিতে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অতনু নায়েকের সহযোগিতায় শিক্ষক সংগঠনের ৩১ জনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নতুন সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়। রক্তদান শিবিরের আয়োজন করার জন্য রাজনৈতিক দল ও শিক্ষক সংগঠনগুলি যেভাবে এগিয়ে আসছে তা খুবই প্রশংসনীয়।