HS Topper
উচ্চমাধ্যমিক ২০২৫ : রাজ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল
Bengal Times News, 7 May 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিএম এস হাইস্কুলের ছাত্র রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ)। উল্লেখ্য উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৭২ জন। এর মধ্যে প্রথম রূপায়ন পাল। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। কোচবিহার জেলার বাকশিরহাট হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তৃতীয় স্থানে রয়েছে রাজর্ষি অধিকারী। হুগলি জেলার আরামবাগ হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।
রাজ্যে দশের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম ছাড়াও আরো ৬ জন রয়েছে। তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে দুজন। ঋদ্ধিত পাল ( কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন এবং কুন্তল চৌধুরী (ভাতাড় এম পি ইন্সটিটিউশন)। ষষ্ঠ স্থানে রয়েছে দুজন। জয়দীপ পাল, মেমারি ভি এম ইন্সটিটিউশন (ইউনিট ১) এবং দেবদত্তা মাঝি (কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুল)। সপ্তম শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এবং দশম অর্ক ব্যানার্জী বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল।