উচ্চমাধ্যমিকে খাতড়া মহকুমার মুখ উজ্জ্বল করলো শিল্পা গোস্বামী
Sadhan Mandal
Bengal Times News, 7 May 2025
সাধন মন্ডল, বাঁকুড়া : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে দশের মেধা তালিকায় সপ্তম স্থান ও বাঁকুড়া জেলায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করলো ইন্দপুরের ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই এই সাফল্যের খবরে আনন্দে মেতেছে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী দাস পাত্র বলেন আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত আমাদের এই প্রত্যন্ত এলাকার ছাত্রী এত ভালো রেজাল্ট করেছে। গতবছর আমাদের বিদ্যালয়ের একজন অষ্টম স্থান অধিকার করেছিল এবার এগিয়ে সপ্তম স্থান অধিকার করেছে আগামী দিনে আমাদের বিশ্বাস আমাদের বিদ্যালয় আরো মুখ উজ্জ্বল করবে। অন্যদিকে আনন্দোৎসবে মেতেছেন শিল্পার গ্রামের বাড়ি বৃন্দাবনপুর গ্রামের গোস্বামী পরিবারের সদস্যেরা।
একান্নবর্ত্তী পরিবারে বেড়ে ওঠা শিল্পা জানিয়েছে, প্রতিটি বিষয়েই গৃহশিক্ষক ছিলেন, তবে পড়াশুনার ক্ষেত্রে বাঁধা ধরা কোন নিয়ম ছিলনা। আগামী দিনে তার কি ইচ্ছা জানতে চাইলে শিক্ষকতা পেশাকেই বেছে নিতে চায়।
মেয়ের এই সাফল্যে খুশী শিল্পার বাবা বিধান গোস্বামী। তিনি জানান, শিল্পা প্রথম থেকেই পড়াশোনা ভালো তবে এত ভালো ফল করবে এটা ভাবতে পারিনি। আগামী দিনে শিল্পার পড়াশোনার বিষয়ে বলেন কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া নয়, আগামী দিনে সে তার ইচ্ছে মতোই পড়াশুনা করবে। তবে তার ইচ্ছে শিক্ষকতা করা আমরা চাই তার ইচ্ছা পূরণ হোক।