Devi Sarvamangala Mata
সারা দেশে ছড়িয়ে পড়তে চলেছে দেবী সর্বমঙ্গলা মাতার নাম
Bengal Times News, 29 April 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সারা দেশে ছড়িয়ে পড়তে চলেছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার (Goddess Sarvamangala Mata) নাম। কোনও গল্প কথা নয়। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভারতীয় ডাকবিভাগের উদ্যোগে এবং শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সারা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে দেবী সর্বমঙ্গলা মাতার ছবি।
শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষে আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, ১৬ বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন বেলা সাড়ে এগারোটায় শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে ভারতীয় ডাকবিভাগের উদ্যোগে এবং শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের প্রচেষ্টায় সর্বমঙ্গলা মাতার নামিত "ডাকটিকিট" ও "ফার্স্ট ডে কভার" প্রকাশিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের পোষ্ট মাস্টার জেনারেল রিজু গাঙ্গুলী (যোগাযোগ ভবন, কোলকাতা), বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস সহ ভারতীয় ডাক বিভাগের পদস্থ আধিকারিকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট জন।
উল্লেখ্য ডাক টিকিটের মাধ্যমে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার নাম ও ছবি সারা দেশে ছড়িয়ে যাবে।