Bardhaman Chamber of Commerce
বর্ধমান চেম্বার অফ কমার্স বিধায়কের উদ্যোগে নতুন ভাবে উজ্জীবিত, ১৮ মে সাধারণ সভা
Bengal Times News, 24 April 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান চেম্বার অফ কমার্স নতুন ভাবে উজ্জীবিত। মূলত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এর একান্ত ইচ্ছা ও উদ্যোগে নতুন ভাবে পথ চলা শুরু করলো বর্ধমান চেম্বার অফ কমার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার গেস্ট হাউস পান্থশালার সভা কক্ষে শহর বর্ধমানের কিছু ব্যবসায়ীকে নিয়ে মিলিত হন তিনি। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান চেম্বার অফ কমার্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বিধায়ক খোকন দাস। সমগ্র সভাটি সঞ্চালনা করেন শীর্ষেন্দু সাধু।
এদিনের সভায় বর্ধমান চেম্বার অফ কমার্স এর প্রয়োজনীয়তা কে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সুব্রত মন্ডল, শুভাশীষ চ্যাটার্জী, রাজকুমার সাহানা, বিশ্বনাথ দত্ত, হারমনপ্রীত সিং, সুকান্ত দাস, সুজয় মিত্র, কিরণ শঙ্কর মন্ডল, সংকেত রায়, তারকনাথ ঘর, সুভাষ বোস প্রমুখ।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, চেম্বার অফ কমার্স বলতেই একটা অন্যমাত্রা বহন করে। চেম্বার অফ কমার্স এর গুরুত্বটাই আলাদা। আসানসোল, দুর্গাপুরে দেখেছি মুখ্যমন্ত্রী এই সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে। খোকন বাবু বলেন তখনই বুঝেছি চেম্বার অফ কমার্স এর গুরুত্ব। তাছাড়া সব ক্ষেত্রের মানুষের নিজস্ব সংগঠন রয়েছে। তাহলে ব্যবসায়ীদের কেন শক্তিশালী সংগঠন থাকবে না। যার মাধ্যমে নিজেদের সুবিধা অসুবিধা এবং দাবি দাওয়া পূরণ হতে পারে। সেই ভাবনাটাই আলোচনা করতে গিয়ে জানতে পারি বর্ধমানে চেম্বার অফ কমার্স সংগঠন এক সময়ে ছিল। তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারি শীর্ষেন্দু সাধুর কাছে সংগঠনের কাগজপত্র আছে। এরপর বিধায়ক খোকন দাস বর্ধমানের কিছু ব্যবসায়ীকে নিয়ে একটি মিটিং ডাকতে বলেন শীর্ষেন্দুকে।
বিধায়ক খোকন দাস বলেন, আজ খুব ভালো মিটিং হলো। অনেকেই এসেছেন। তবে বর্ধমান চেম্বার অফ কমার্স সর্বস্তরের ব্যবসায়ীদের সংগঠিত করেই হবে। পার্লার থেকে রাইস মিল সকল ব্যবসায়ীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার এর সভা থেকে তিনি আপাতত পাঁচ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করে উপস্থিত সকলের সম্মতিতে আগামী ১৮ মে সাধারণ সভা করার কথা বলেন। পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন শীর্ষেন্দু সাধু, সুব্রত মন্ডল, রাজকুমার সাহানা, বিশ্বনাথ দত্ত এবং শান্তনু দত্ত। জানা গেছে বিধায়কের পরামর্শ মতো কমিটির সদস্যরা বসে ১৮ মে'র সাধারণ সভার বিষয়গুলো চূড়ান্ত করবেন।
https://www.facebook.com/share/v/1HDak1T9pa/
বৃহস্পতিবার পান্থশালার সভা কক্ষে আয়োজিত সভায় শহর বর্ধমানের বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।