20 years imprisonment under POCSO Act
পকসো আইনে অপরাধীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা
Bengal Times News, 23 April 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পকসো আইনে অপরাধী সাজা পেলো ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা। উল্লেখ্য ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারির একটি ঘটনার মামলায় এই রায় দিয়েছেন বিচারক। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার এক বাসিন্দা থানায় এসে অভিযোগ দায়ের করেন যে, ওইদিন সন্ধ্যা ৭.১৫ মিনিটে তার ৭ বছর বয়সী মেয়ে সরস্বতী মূর্তি দর্শন করে বাড়ি ফিরছিল। সেই সময় একই এলাকার এক প্রতিবেশী তার মেয়েকে অন্ধকারে গ্রামের মাঠে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই বালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পকসো আইনে অভিযোগ দায়ের হওয়া মাত্র দক্ষ তদন্তকারী অফিসারকে নিযুক্ত করা হয়। সুদক্ষ হাতে তদন্তকারি অফিসার সাব ইন্সপেক্টর সাধন চন্দ্র পাত্র তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
সেই থেকে মামলাটি মহামান্য আদালতে বিচারাধীন ছিল। অবশেষে আজ ইংরেজি ২৩ এপ্রিল মহামান্য আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন এবং এই জঘন্য, গর্হিত অপরাধের জন্য অপরাধীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেন।