CPIM State Secretariat
সিপিআই(এম) এর নব নির্বাচিত রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন সংযোজন মীনাক্ষী ও সৈয়দ হোসেন
Bengal Times News, 21 April 2025
বেঙ্গল টাইমস নিউজ কলকাতা : সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে কলকাতায় মুজফ্ফর আহ্মদ্ ভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। এদিনের বৈঠক থেকে ১৫ জন সদস্যকে নিয়ে পার্টির সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে। নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ী, সুমিত দে, দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাশ, জিয়াউল আলম, মীনাক্ষী মুখার্জী ও সৈয়দ হোসেন।