ISF
রাজ্যপালের শুভেচ্ছা : ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসে আইএসএফ জিমনেসিয়াডে টিম ইণ্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে ইউরোপ পাড়ি দিচ্ছে বর্ধমানের ইধা চক্রবর্তী
Bengal Times News, 22 March 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসে আইএসএফ জিমনেসিয়াডে টিম ইণ্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পশ্চিমবঙ্গ থেকে ইউরোপ মহাদেশে পাড়ি দিতে চলেছে শহর বর্ধমানের ইধা চক্রবর্তী। উল্লেখ্য ইন্টার ন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন আয়োজিত জিমনেসিয়াড ২০২৫ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ইউরোপ মহাদেশের সার্বিয়ার জ্লাতিবর শহরে। অনুর্ধ্ব ১৫ ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসে টিম ইণ্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়ার আগে ইধা চক্রবর্তী কে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস।
ইধা (Eedha) কলকাতায় ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। মাত্র পাঁচ বছর বয়সে ইধা'র মা ইন্দিরা চক্রবর্তীর একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় কলকাতার আনন্দ পালিতে ক্যারাটের প্রশিক্ষণ শুরু। ট্র্যাডিশনাল শোতো-কাই কারাটে অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ থেকে সেনসেই অগ্নিকি বড়ুয়ার দক্ষ নির্দেশনায় কারাটে শিক্ষার হাতেখড়ির মাধ্যমে এগিয়ে চলে। বর্তমানে ইধা'র বেল্ট ব্রাউন ২।
ইধা'র পিতামহ সুকুমার চক্রবর্তী ও মাতামহ তনুশ্রী চক্রবর্তী নাতনির সাফল্যে খুবই উচ্ছ্বসিত। তাঁরা বলেন, এটা গর্বের বিষয়। আমাদের পরিবারের মেয়ে ইধা, ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসে আইএসএফ জিমনেসিয়াডে টিম ইণ্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে। মা বিশালক্ষ্মীর আশীর্বাদে তাঁর ভবিষ্যত জীবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক।
ইধা চক্রবর্তীর মা ইন্দিরা চক্রবর্তী এবং বাবা শাশ্বত চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস আশীর্বাদ দিয়ে ইধা'র সাফল্য কামনা করেছেন। স্কুলের টিচাররাও ওকে শুভেচ্ছা ও আশির্বাদ জানিয়েছেন। ইধা'র সম্ভাবনায় আস্থা রাখার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে কারাটে অ্যাসোসিয়েশন অফ ইণ্ডিয়ার সভাপতি বৈকুণ্ঠ সিং এবং অল বেঙ্গল স্টেট ক্যারাটে অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শিহান দেবাশিস মন্ডল ও বেঙ্গল স্টেট ক্যারাটে অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ তথা আরসি কাই শিহান ভজু হেলা'র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়া ইধা'র প্রশিক্ষক শিহান সত্যজিৎ বড়ুয়া স্যার এবং সেনসেই অগ্নিকি বড়ুয়া ম্যাম, সেইসাথে সেনসেই নিলেশ কাশ্যপ, সেনসেই রোহিত গুপ্ত, সেনসেই আয়ুষ্মান গুপ্ত, সেনসেই জীতেন রজক'দের নিরলস সাপোর্ট দেবার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
বর্তমানে ইধা'র লক্ষ্য আইএসএফ জিমনেসিয়াড ২০২৫। আর সেই জন্যই কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী প্রশিক্ষক সেনসেই স্বরাজ সিং এবং সেনসেই সৌরভ রজক এর তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করে চলেছে। আমরা বেঙ্গল টাইমস নিউজ মিডিয়া হাউসের পক্ষ থেকেও ইধা'র সাফল্য কামনা করছি।
ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সভাপতি বৈকুণ্ঠ সিং সার্বিয়ার জ্লাতিবোরে ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হওয়ায় ইধা চক্রবর্তী এবং তার কোচকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন ইধা'র নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী প্রতিভা সমগ্র বাংলাকে এবং প্রকৃতপক্ষে সমগ্র জাতিকে অত্যন্ত গর্বিত করেছে।
বৈকুণ্ঠ সিং আরও জানান, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে, ভারতের প্রতিটি ক্রীড়াবিদকে বিশ্বের মঞ্চে উজ্জ্বল হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইধা'র উদ্দেশ্যে তিনি বলেন, তুমি শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের প্রতিনিধিত্ব করছো। আমার বিশ্বাস অনুকরণীয় পারফরম্যান্সের মাধ্যমে তুমি অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে।