Iftar Mahfil
নাগরিক জনকল্যাণ সোসাইটির মেগা ইফতার মাহফিলে চাঁদের হাট
Bengal Times News, 21 March 2025
অতনু হাজরা, জামালপুর : নাগরিক জনকল্যাণ সোসাইটি শুধু জামালপুর নয় সারা জেলা জুড়ে এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম ছড়িয়ে পড়েছে। বছরের বিভিন্ন সময়ে এই সংস্থা জনসাধারণের জন্য প্রচুর কাজ করে থাকে। ঈদের সময় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া, দুর্গাপুজোয় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র এবং শীতের সময় হাজার হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মত কাজ করে থাকে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি। আজ জামালপুরের নেতাজি ময়দানে পাঁচ হাজার রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিল তারা।
এই সংগঠনের সভাপতি মেহেমুদ খান, যিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান। এই সংগঠনটি করোনার সময় হাজার হাজার মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী। সেই সময়ই করেছে সাত দিনব্যাপী মহিলাদের রক্তদান শিবির এরকম প্রচুর নজির রয়েছে এদের কাজের। আজকের এই ইফতার মাহফিলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার মানুষকে তিনি বাস, ট্রেকার, পাঠিয়ে নিয়ে আসেন এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।মানুষের প্রতি মেহেমুদ খানের এই শ্রদ্ধা, ভালোবাসা তাঁকে অনন্য করে তুলেছে। আজকের এই ইফতার মাহফিলে তাঁর ডাকে সারা দিয়ে আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার শায়ক দাস, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, এস বি এস টি সি'র চেয়ারম্যান সুভাষ মন্ডল, এসডিও বুদ্ধদেব পান, এস ডি পি ও অভিষেক মন্ডল, তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, ছাত্র পরিষদের শেলা সভাপতি স্বরাজ ঘোষ, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সেলিমাবাদ মাদ্রাসার প্রধান শিক্ষক নৌসাদ সাহেব, জালাল সাহেব সহ অন্যান্যরা। সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে শুক্রবারের এই ইফতার মাহফিল চাঁদেরহাটে পরিণত হয়েছিল।
জামালপুরের বুকে এত বড় ইফতার মাহফিল এর আগে কোনও দিন হয়নি। উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সুন্দর মেমেন্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এতবড় একটা ইফতার অনুষ্ঠানে তাঁকে ডাকার জন্য তিনি মেহেমুদ খানকে ধন্যবাদ জানান। তিনি বলেন তাঁদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার।
এখানে এই সম্প্রীতির অনুষ্ঠানে তাঁর এসে ভালো লাগছে। তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, এই ধরনের অনুষ্ঠান অবশ্য এর আগেও মেহেমুদ করেছে।
জেলা শাসক আয়েশা রানী এ বলেন, এত বড় ইফতার মজলিসে এসে তাঁর খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানের মূল কান্ডারী সেই মেহেমুদ খান বলেন মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করে যান তাঁরা। তিনি একদিকে যেমন এই সংস্থার সভাপতি অন্যদিকে তিনি একজন জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি। তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই মানুষের পাশে থাকার কথা বলেন তার আদর্শকে পাথেয় করেই তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন মাত্র।
তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে তারা সমস্ত কাজ করে যান। এত বড় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য তাকে সর্বদা ভাবে সাহায্য করে গেছেন তারই সহযোগী এই সংস্থার সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক ও তার অত্যন্ত কাছের ও প্রিয় বিধায়ক অলক কুমার মাঝি।
তার এই ডাকে সাড়া দিয়ে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে রোজাদার মানুষরা এলেন তাদের তিনি করজোড়ে নত মস্তকে প্রণাম জানান। এইভাবেই দলনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এবং তার এই সংগঠন কাজ করে যেতে চায় বলে তিনি আমাদের জানান। নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর নিরবিচ্ছিন্নভাবে যে কাজ করে থাকে তাতে জামালপুরের মানুষের কাছে সংগঠনটির আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরী হয়েছে। মানুষের আশা ভরসার জায়গায় পরিণত হয়েছে এই সংগঠন।