International Boisnav Sammelan
বিদ্যানগর জি ডি বিদ্যামন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক বৈষ্ণব মহাসম্মেলন
Bengal Times News, 20 March 2025
সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাল্যশিক্ষার স্থান বৈষ্ণব ক্ষেত্র বিদ্যানগরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বৈষ্ণব মহাসম্মেলন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিদ্যালয়ে আন্তর্জাতিক বৈষ্ণব মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ দূর-দূরান্ত থেকে আগত বহু বিদগ্ধ বৈষ্ণব পন্ডিত। বৃহস্পতিবার এখানে উপস্থিত হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন -
শ্রীচৈতন্যদেব ছিলেন সমাজ সংস্কারক, মানবপ্রেমী, প্রেমের ঠাকুর। তিনি সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, ভেদাভেদ ভুলে সকল মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ আরও বলেন তার বিধায়কের অর্থ তহবিল থেকে বিদ্যানগরে একটি চৈতন্য গবেষণা কেন্দ্র বা চৈতন্য চর্চা কেন্দ্র গড়ে তোলার কথা বলেন।