Green Gratitude Award
স্টার্ট আপ ফাউন্ডেশন পেল গ্রিন গ্র্যাটিটিউড অ্যাওয়ার্ড
Bengal Times News, 10 March 2025
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : পূর্ব ভারতের সর্ববৃহৎ পরিবেশ ও টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রদর্শনী গ্রীন আর্কিটেক্টস ২০২৫ আয়োজিত হলো কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানে বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্টার্ট আপ ফাউন্ডেশনকে হুলাডেক অনার্স শীর্ষক মঞ্চে "গ্রিন গ্র্যাটিটিউড অ্যাওয়ার্ড ২০২৫" দেওয়া হলো। পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বিশেষ স্বীকৃতি হিসেবে পরিচিত। এই পুরস্কারকে অনেকেই ‘সাসটেইনেবিলিটির ফিল্মফেয়ার’ বলে থাকেন। মাত্র ১০ মাস আগে স্টার্ট আপ ফাউন্ডেশন ই-বর্জ্য নিয়ে কাজ শুরু করে। এর মধ্যেই প্রায় ১৫০টি স্কুল ও কলেজে সচেতনতা প্রচার করা হয়েছে এবং ৩১০০ কেজির বেশি ই-বর্জ্য সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে নিষ্পত্তি করা হয়েছে হুলাডেক রিসাইক্লিং-এর সহযোগিতায়। এই পুরস্কার গ্রহণ করেন স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রতিনিধি সন্দীপন সরকার।