Bengal Times News, 2 March 2025
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : প্রতি বছরের ন্যায় এবছরও গৌর পূর্ণিমা বা দোল উৎসব উপলক্ষে শুরু হল সাত দিনব্যাপী ৭২ কিলোমিটার নবদ্বীপ মন্ডল পরিক্রমা। রবিবার মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরের নবদ্বীপ মন্ডল পরিক্রমায় শামিল হন হাজার হাজার দেশি বিদেশি ভক্তরা।
টানা ৭ দিন ধরে চলবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। সন্ন্যাস গ্রহণের আগে নবদ্বীপের যেসব জায়গায় নিমাই অর্থাৎ শ্রীচৈতন্যদেবের যাতায়াত ছিল, সেই সমস্ত জায়গায় হরিনাম সংকীর্তন সহযোগে পরিক্রমা নিয়ে পৌঁছাবেন ভক্তরা। তীর্থভূমি নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুরের দোল উৎসব যত না শ্রীকৃষ্ণের, তার থেকে অনেক বেশি শ্রীচৈতন্যদেবের। চৈতন্যের আবির্ভাব তিথি পালনই হল এখানকার দোলের মূল আকর্ষণ।
এ বছর শ্রীচৈতন্যদেবের ৫৩৯ তম আবির্ভাব তিথি উৎসব, মায়াপুর ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, বিশ্বের শতাধিক দেশ থেকে আসা প্রায় ১৫ হাজার দেশি-বিদেশি ভক্তকে নিয়ে শুরু হল মায়াপুর ইসকনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা, যা চলবে আগামী ৮ মার্চ শনিবার পর্যন্ত।