ছোট ভাইকে গঙ্গায় ফেলে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার সৎদাদা
Bengal Times News, 27 March 2025
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সৎ দাদাকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সুমন দত্ত নামে ওই অভিযুক্তকে বুধবার রাতে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বছর ছয়ের ভাইকে কেক কিনতে যাওয়ার নাম করে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সৎ দাদার বিরুদ্ধে। ঘটনায় নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার রাতে ওই যুবকের বাবাকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিল মূল অভিযুক্ত। বুধবার রাতে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে সুমন দত্তকে গ্রেপ্তার করে পুলিশ।