বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত সহ ১৩ জনের সাজা ঘোষণা স্থগিত
Bengal Times News, 25 March 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত সহ ১৩ জন বিচার বিভাগীয় হেফাজতেই রইলেন। আজ সাজা ঘোষণা হল না। আদালত সূত্রে জানা যায় দোষীদের মধ্যে ৪ জন শারীরিক অসুস্থতার জন্য আদালতে উপস্থিত থাকতে না পারায় সাজা ঘোষণা পিছিয়ে দিলেন বিচারক। জানা গেছে, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত শারীরিক অসুস্থতার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইংস অনাময় হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ জামাল, রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ অসুস্থতার কারণে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ দোষীদের ৯ কে হাজির করানো হলেও চার জন গড় হাজির থাকায় বিচারক রায় দান স্থগিত রাখেন। জেল সুপারকে অসুস্থ দোষীদের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক অরিন্দম মিশ্র। পাশাপাশি, পরবর্তী দিনে তাদের সশরীরে আদালতে হাজির হওয়া অথবা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।