Cultural competition for disabled students
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিভার উন্মেষ
Bengal Times News, 2 February 2025
অভিরূপ আচার্য, বর্ধমান : বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা। ১ ফেব্রুয়ারি শহরের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ধমান উন্নয়ন সংস্থা ও বর্ধমান মডেল স্কুলের আন্তরিক সহযোগিতায় এবং কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৌমেন কোনার, প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর বনানী রায়, গলসি কলেজের অধ্যাপক সৌরবধী ভট্টাচার্য, ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি স্বপন মুখার্জী, মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ পিন্টু প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান সহযোদ্ধার সভাপতি সাংবাদিক জগন্নাথ ভৌমিক।
এদিনের সাংস্কৃতিক কর্মসূচিতে অঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীত এই তিনটি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগীর জন্য ছিল শংসাপত্র এবং ছোট্ট উপহার।
প্রতিযোগিতা শেষে বিচারক অনুপম চট্টোপাধ্যায়, মোনালিসা হাটি সহ অন্যান্যদের হাতে স্মারক মেমেন্টো তুলে দিয়ে সম্মানিত করেন বর্ধমান সহযোদ্ধার চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌরভ কোনার এর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণে বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের প্রতিভার উন্মেষের বিষয়টি তুলে ধরে বলেন, আগামী দিনে এই ছাত্র ছাত্রীরাও সমাজে বিশেষ কৃতিত্বের ছাপ রাখতে সক্ষম হবে। তিনি উপস্থিত অতিথি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রতিযোগিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ডাঃ শৈলেন্দ্রনাথ মূখ ও বধির বিদ্যালয়, বর্ধমান ব্লাইন্ড একাডেমি সহ অন্যান্য বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং যুবক-যুবতীরা আবৃত্তি এবং সংগীতে অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শতাব্দী বিশ্বাস।