U Turn Magazine
ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন "ইউ-টার্ন" প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার
Bengal Times News, 31 January 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পথনিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষ দিনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সংকলিত "ইউ-টার্ন" শীর্ষক ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ সায়ক দাস। স্টার্ট আপ ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই টি সম্পাদনা করেছেন সন্দীপন সরকার। প্রকাশক পার্থ প্রতিম মিত্র। ৩৫ টি গল্প এবং ১৫ টি কবিতা রয়েছে এই ম্যাগাজিনে। রাজ্যের বিভিন্ন প্রান্তের লেখক লেখিকারা এই উদ্যোগে অংশ নিয়েছেন।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, "পড়ুয়াদের কাছে সাহিত্যের মাধ্যমে পথসচেতনতা ও ড্রাগবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এহেন উদ্যোগ। এই ম্যাগাজিনের বৈদ্যুতিন সংস্করণও এদিন প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন রাজ্যের দুই পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য ও অম্লান কুসুম ঘোষ"।
এদিন সংস্থার তরফে ট্রাফিক সচেতনতায় একটি গানও পুনঃপ্রকাশিত হয়। যাতে বিভিন্ন বিখ্যাত শিল্পীরা পথসুরক্ষার বার্তা দিয়েছেন। রাজ্যে শুধুমাত্র ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী বিষয়ক বার্ষিক পত্রিকা একমাত্র এটিই বলে সংস্থার দাবী। যা ২০১৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে।