মুকুল - ২০২৫ : কৃষি, শিল্প, স্বাস্থ্য, পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Bengal Times News, 2 February 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আটপাড়া নবীন সংঘের পরিচালনায় আটপাড়া ফুটবল মাঠে সাত দিন ব্যাপী শুরু হয়েছে মুকুল ২০২৫। শিল্প, স্বাস্থ্য, কৃষি, পুষ্প প্রদর্শনী সহ নানা অনুষ্ঠান। এই বছর মুকুল ২৭ তম বর্ষে পদার্পণ করেছে। সাত দিন ব্যাপী রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, কুইজ, আবৃত্তি প্রতিযোগিতা এবং যাত্রাপালা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা প্রাক্তন অধ্যাপক উদয় চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান নূরজাহান বিবি, উপ প্রধান বীরেন্দ্রনাথ শি, আলাউদ্দিন শেখ, ওয়াসিম সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট ছড়াকার বিজন দাস, সত্যরঞ্জন আদক, শুভাশীষ হালদার সহ অন্যান্যরা।
মেহেমুদ খান বলেন, মুকুল এই অঞ্চলের কৃষ্টি এবং সংস্কৃতির অংশ হয়ে গেছে। সাতদিন ব্যাপী নানা সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। স্বাস্থ্য শিবির থেকে রক্তদান শিবির সবই করা হয় এই সাতদিনে। সত্যি এ এক দারুণ উদ্যোগ। তিনি নবীনসংঘের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যকে ধন্যবাদ জানান। সম্পাদক প্রহ্লাদ পাল জানান, সাত দিন ব্যাপী চলবে মুকুল। নানা অনুষ্ঠান থাকছে। নাচ, গান, ছবি আঁকা সহ নানা প্রতিযোগিতা থাকবে। থাকবে ইসিজি সুবিধা যুক্ত স্বাস্থ্য শিবির, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির, থাকবে যাত্রাপালা। মুকুলের ফুলের প্রদর্শনী দেখলে সত্যি মন ভালো হয়ে যাবে। এই সাতদিন উৎসবের মেজাজে থাকবেন এলাকার মানুষ।