বিজেপির দিল্লি বিজয়ের উষ্ণতার আঁচ বাংলার প্রত্যন্ত গ্রামে
Bengal Times News, 9 February 2025
অতনু হাজরা, জামালপুর : দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি সরকার। সকাল থেকেই গণনাতে ট্রেন্ড বুঝতে পারা যাচ্ছিল। অবশেষে ৪৮ টি আসন পেয়ে বিজেপি আপ সরকারের পতন ঘটায়। সেই হিসাবে সব জায়গাতেই চলছে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। বিজেপির দিল্লি বিজয়ের উষ্ণতার আঁচে উচ্ছ্বসিত বাংলার বিজেপি কর্মী সমর্থকরাও। জামালপুরে বিজেপির ১ নং মণ্ডলের উদ্যোগে বাজারে পথ চলতি মানুষজন ও দোকানদারদের লাড্ডু খাওয়ান মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। সঙ্গে ছিলেন কর্মীরা।
তাঁরা আশাবাদী যে আগামীতে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু জামালপুরের সাধারণ মানুষ বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে উন্নয়ন করছেন তাতে পশ্চিমবঙ্গে বিজেপির কোন ঠাঁই হবে না।