Bengal Rice Mills
বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি বর্ধমানের আব্দুল মালেক
Bengal Times News, 5 February 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়েশন এর ৮০ বছরের ঐতিহ্যের এক জাঁকজমকপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হলো বর্ধমানের সিনক্লেয়ার্স হোটেলে। ৫ ফেব্রুয়ারি আয়োজিত এই সভায় ২৫৬ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন। এদিনের সভা থেকে সর্বসম্মতিক্রমে ৩১ জনের স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে চেয়ারম্যান দেবনাথ মন্ডল, মুখ্য উপাদেষ্টা দীপক প্রামাণিক, সভাপতি আব্দুল মালেক, কার্যকরী সভাপতি সঞ্জীব মজুমদার, সাধারণ সম্পাদক জয় মারোঠি, কোষাধ্যক্ষ অরুণ গোয়েঙ্কা। এছাড়া কমিটিতে সহ সভাপতি ১৩ জন, যুগ্ম সম্পাদক ৮ জন এবং সহ কোষাধ্যক্ষ ৪ জন রয়েছেন।
বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক জানান, পশ্চিমবঙ্গে সংগঠনের ১১০০ মিলার সদস্য রয়েছেন। তাদের মধ্যে থেকে ২৫৬ জন প্রতিনিধি এদিনের সবাই উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়েছেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাইস মিল শিল্পের উন্নয়নে সংগঠন অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবে। প্রসঙ্গক্রমে তিনি কলকাতার রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলনের গ্র্যান্ড হোস্টিং সফল ভাবে হয়েছে। রাইস মিল শিল্পের উদ্বেগ এবং চ্যালেঞ্জগুলি ওই সম্মেলনে তুলে ধরা হয়।
বুধবারের সাধারণ সভায় অনেক বিষয়ে বাকবিতণ্ডা হলেও শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়। এদিনের সাধারণ সভা আয়োজনের ব্যবস্থাপনায় ছিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের।