SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বিজ্ঞানে নারী ও মেয়েরা : ১১তম আন্তর্জাতিক দিবস উদযাপন


 

বিজ্ঞানে নারী ও মেয়েরা : ১১তম আন্তর্জাতিক 
দিবস উদযাপন 


Bengal Times News, 11 February 2025

বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : ১১তম আন্তর্জাতিক “বিজ্ঞানে নারী ও মেয়েরা” দিবস উদযাপিত হল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। দেশাত্মবোধক বন্দে মাতরম উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সুর বেঁধে দেন দেবলীনা ঘোষ।

স্বাগত ভাষণে প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, মেয়েরাও আজকের যুগে রোলমডেল হয়ে এগিয়ে আসছে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার কাজে এঁরা সকলেই কাজ করে চলেছেন। 

অনুষ্ঠানে তিনজন আইকন ছিলেন যাঁরা বিজ্ঞান বিষয়ে জীবিকা বেছে নিয়েছেন। প্রথম আইকন সেহারাবাজারের একটি বিদ্যালয়ের শিক্ষিকা দ্যুতি কোনার বলেন, যারা আমার সামনে বসে আছো তারা একদিন বড় হবে। তবে তার আগে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হও। ফিমেল হাইজিন নিয়ে সবাই সতর্ক থাকো। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের বড় শত্রু। দরকারে পি সেফ ব্যবহার করো। 

অন্যতম আইকন স্বাস্থ্য বিভাগের আধিকারিক নুরুন্নেসা বলেন, খারাপ ব্যাপারে মেয়েদের না বলা শিখতে হবে। সুন্দরকে হ্যাঁ বলতে হবে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্তের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন মেয়েদের সমস্যা নিয়ে তিনি নানাভাবে কাজ করে চলেছেন। আমাদের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এবং অনেক মন্ত্রী মেয়ে। গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলে জন্ম থেকে নারীর কম হিমোগ্লোবিন। এগুলোর ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। ফিজিকালি আর মেন্টালি ঠিকমতো গ্রোথ হলে তবেই বিয়ের কথা ভাববে।

অন্যতম আইকন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা মৌটুসি মান্ডি বলেন, পড়তে ইচ্ছা আর ভালবাসা থেকে ভাল পড়াশোনা হবে। সেটাই জীবিকা আর জীবনের ভিত্তি। কেন এই প্রশ্ন মনে রাখবে আর তার উত্তর খোঁজার চেষ্টা করবে। প্রশ্ন থেকে বড় বড় আবিষ্কার হয়। আপেল পড়তে দেখে নিউটন সামান্য থেকে বিশেষে পৌঁছান। পর্যবেক্ষণ চালিয়ে যাবে। ডিএনএ আবিষ্কারক রোজালিন ফ্র্যাঙ্কলিন, মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামস, এঁদের জীবনী পড়বে। আমি ব্যক্তিগতভাবে ফলমাছি ড্রসোফিলা নিয়ে গবেষণা করি। উৎসাহী হলে তোমরা ইউনিভার্সিটি এসে আমার কাজ দেখতে পারো।

ছাত্রছাত্রীদের মধ্যে রিয়া মহাকাশ বিজ্ঞানী কল্পনা চাওলাকে নিয়ে গল্প শোনায়। মেরি কুরি নিয়ে বলে মুনমুন। কিরণ মাহাতো শোনায় জীবাণু বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের জীবন। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী টেসি থমাসকে নিয়ে বলে জয়ন্তী। মেয়েদের জীবনজীবিকা নিয়ে একটি কবিতা আবৃত্তি করে নৌরিন।

বিদ্যালয়ের রিটেল এবং হেলথ কেয়ার বিভাগের পক্ষ থেকে পমি, সুস্মিতা, মেঘা, জুঁই, অন্তরা ও শিল্পা নানারকম বিজ্ঞান মডেল প্রদর্শন করে।

কমল সাহার পরিচালনায় বিজ্ঞান বিষয়ে ওপেন হাউস ক্যুইজ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সঞ্চার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad