5 arrested with Ganja recovered
পুলিশী অভিযানে বোলেরো গাড়ি আটক, ৫২ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার ৫
Bengal Times News, 3 February 2025
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বাহান্ন কেজি একশো গ্রাম গাঁজা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। একই সঙ্গে একটি বোলেরো গাড়িও আটক করেছে। সোর্স মারফত খবর পেয়ে রবিবার কাক ভোরে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেষ্টডাঙ্গা মোড়ে একটি বোলেরো গাড়ি আটক করে, গাড়িতে ৫ জন ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার হদিস পায়। বস্তা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ। উদ্বার হয় ৫২ কেজি ১০০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম প্রমোদ ধামাই জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সেবক রোড এলাকায় বাড়ি। সুব্রত ঘোষ দার্জিলিং জেলার শিলিগুড়ি যাদব পল্লী এলাকায়। কৃষ্ণ ঘোষ দার্জিলিং জেলার নকশাল বাড়ি এলাকায়। বাবন সরকার নবদ্বীপ থানার মনিপুর এলাকায় ও মোহাম্মদ আফেক দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় বাড়ি। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করেছে নবদ্বীপ থানার পুলিশ।
নবদ্বীপ থানার আইসি জানান, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কোচবিহার থেকে বেশ কয়েকজন ব্যক্তি ছোট একটি গাড়িতে নবদ্বীপের উদ্দেশ্যে মাদক দ্রব্য নিয়ে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ সেতু রোডে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফরেষ্টডাঙ্গা মোড়ে গাঁজা বোঝাই গাড়িটি পৌঁছালে চারিদিক দিয়ে ঘিরে ফেলে পুলিশ। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় থাকা ৫২ কেজি একশো গ্রাম নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পরে ওই পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি গাঁজা বহনকারী বোলেরো গাড়িটিকে আটক করে পুলিশ।