Shaktigarh Festival
আট দিন ব্যাপী সমারোহে চলছে বর্ণময় শক্তিগড় উৎসব
Bengal Times News, 27 January 2025
লুতুব আলি, শক্তিগড় : রক্ত দিয়ে করব মোচন, ভেদা ভেদের বহুবচন... এই ভাবনাকে সামনে রেখে শুরু চলছে ১৭ তম শক্তিগড় উৎসব। ২১ জানুয়ারি বিকালে এই উৎসব শুরুর প্রাক মুহুর্তে বর্ণময় শোভাযাত্রা শক্তিগড় এলাকা পরিক্রমা করে।
শক্তিগড় উৎসবের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বের পূর্বে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে স্মরণিকা যুব বার্তা প্রকাশ করা হয়। স্বাগত ভাষণ দেন শক্তিগড় উৎসব কমিটির সভাপতি দেবদীপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি'র সভাপতি সন্দীপ বসু, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, শক্তিগড় সফদার হাশমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, বর্ধমান ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শক্তিগড় যুব গোষ্ঠীর সম্পাদক তথা বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও আইএনটিটিইউসি বর্ধমান ২ নং ব্লক সভাপতি শেখ কামরুল হাসান।
শক্তিগড় যুব গোষ্ঠীর সভাপতি শেখ রতন জানান, শক্তিগড় উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়েছে। এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী পিয়ান সরকার। সান্ধ্যকালীন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শর্মিষ্ঠা যশ ও শিশু শিল্পী অনিন্দিতা কোনার। এ দিনের অনুষ্ঠানে সংগীতশিল্পী শুক্লা চট্টোপাধ্যায় সকল দর্শক শ্রোতাদের মন জয় করেন। ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তের উপর সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এই উৎসবের যে থিম করা হয়েছে এদিনের রক্তদান শিবিরে তার পরিপূর্ণ রূপদান হয়। ২২ জানুয়ারি সান্ধ্যকালীন অনুষ্ঠানে ছিল নৃত্যায়ন গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান, সংগীতশিল্পী স্বরাজ সরকার ও সম্প্রদায়ের সংগীত অনুষ্ঠান। ২৩ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ও সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানের লাবনী দাশের সঙ্গীতানুষ্ঠান। ২৪ জানুয়ারি ছিল এম ড্যান্স একাডেমীর নৃত্যানুষ্ঠান। এদিনের বিশেষ আকর্ষণ স্টার জলসা খ্যাত কিরনমালা সিরিয়ালের কিরণমালা রূপমা ও মিউজিক্যাল গ্রুপের অনুষ্ঠান। ২৫ জানুয়ারি সান্ধ্যকালীন অনুষ্ঠানে নৃত্যা ছন্দ নৃত্যগোষ্ঠীর নৃত্যানুষ্ঠান হয়। পরিচালনায় শর্মিষ্ঠা দে। ছিল কৌশিকী কোনারের সঙ্গীতা অনুষ্ঠান। ২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবস পালন ও সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে এম এম ডান্স একাডেমির নৃত্যানুষ্ঠান। বাংলা স্টার জলসা খ্যাত কথা সিরিয়ালের কথা উপস্থিত থেকে সঙ্গীতা অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবেন। ২৭ জানুয়ারি সান্ধ্যকালীন অনুষ্ঠানে সুমনা ডান্স একাডেমীর নৃত্যানুষ্ঠান। সারেগামাপা খ্যাত সংগীত শিল্পী ভিকির সঙ্গীতানুষ্ঠান। ২৮ জানুয়ারি বেলা আড়াইটা থেকে অনুষ্ঠিত হবে কবিতা উৎসব। এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ছন্দা শ্রী নৃত্যালের নৃত্যানুষ্ঠান এবং সুইটি আরমান, ভোজপুরি ব্যান্ডের সঙ্গীতা অনুষ্ঠান। উৎসব কমিটির অন্যতম কর্ণধার শেখ সাবীর আলী জানান ১৭ তম শক্তিগড় উৎসবে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ফেলতে সক্ষম হয়েছে।