Road accident
কালীপুজোর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত চার, আহত ২
Bengal Times News, 1 November 2024
সৈয়দ আবু জাফর, নাদনঘাট : কালীপুজোর রাতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নাদনঘাট থানার অন্তর্গত হাটসিমলায় এসটি কে কে রোডের উপর একটি চারচাকা গাড়ির সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় এক মহিলা সহ চারজন। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় খোকন সেখ জানান, ওই চারজনের নাম আবু বক্কর সিদ্দিকী মন্ডল, আব্দুল সেলিম মোল্লা, আরিফ শেখ এবং নামাজ আলি মন্ডল। তাদের বাড়ি নসরতপুর পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায়। জানা যায়, এই চারজন যুবক দ্রুত গতিতে একটি মোটর বাইকে STKK রোড ধরে নবদ্বীপের দিক থেকে আসছিল। বেপরোয়া গাড়ি চালানোর জন্য মোটর বাইকটি প্রথমে রাস্তায় একজন মহিলাকে ধাক্কা মারে। এরপর বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিক থেকে আসা চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে এই ভয়াবহ দুর্ঘটনা। চারচাকা গাড়িটি রাস্তায় উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়ির সামনের অংশ। গাড়ির চালকও আহত হয়েছেন।
স্থানীয় মানুষজন এবং নাদন ঘাট থানার পুলিশ কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার ফলে কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে নাদন ঘাট থানার পুলিশ আধিকারিকদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোটা এলাকা জুড়ে কান্নার রোল। নাদনঘাট থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এলাকায় পৌঁছে শোকাহত পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন। আজ কালনা হাসপাতালের মর্গে মৃতদেহ গুলির ময়নাতদন্ত হবে।