বিরোধীদের ষড়যন্ত্রে শিক্ষক- শিক্ষিকাদের চাকরি যাওয়ার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল ও সভা
Bengal Times News, 11 April 2025
অতনু হাজরা, পূর্ব বর্ধমান : বিরোধীদের ষড়যন্ত্রে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রতিবাদে এবং কেন্দ্রের বিজেপি সরকারের জীবন দায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য বীমার উপর জিএসটি আরোপ করা, এছাড়াও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর থেকে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ধিক্কার মিছিলে সামিল হয়।
এদিন কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম মুক্তকেশীতলা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত কালনা ১ নং ব্লক তৃণমূল ছাত্র ও যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্যরা।
এছাড়া পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা বাজার থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করে তৃনমূল কংগ্রেস। নিমতলা বাজার থেকে শুরু করে এস টি কে কে রোড ধরে মিছিলটি জালুইডাঙ্গা মোড়ে এসে শেষ হয়। এদিনের মিছিলে পা মেলান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে, জনপ্রতিনিধিরা সহ অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। মিছিল শেষে জালুই ডাঙ্গায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় অংশ নেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ ডা. শর্মিলা সরকার সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছে। এছাড়াও বিজেপি সরকার রান্নার গ্যাস থেকে শুরু করে জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে। যার ফলে সাধারণ মানুষ বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছেন।
এদিকে বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। মিছিলটি গুহ মার্কেটের জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডের কাছে শেষ হয়। সেখানেই একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ শাখা সংগঠনের সভাপতিরা। বিধায়ক বলেন বিজেপি এবং সি পি এম যৌথ ভাবে চক্রান্ত করে রাজ্যে অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। যে ২৬০০০ শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী তাঁদের পাশে আছেন তাঁরা যেন চিন্তা না করেন। কারণ মুখ্যমন্ত্রী যা বলেন সেই কথা রাখেন। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই ২৬০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ব্যবস্থা করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাঁদের কোনো চিন্তা নেই। কোনো ভাবেই তাঁরা যেনো কারোর প্ররোচনায় না পড়েন। ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে প্রায় হাজারেরও বেশী ছাত্র যুব পা মেলান।
বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্রের প্রতিবাদে শহর বর্ধমানেও মিছিল হয়। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার এর নেতৃত্বে মিছিল হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, যুব তৃণমূলের বর্ধমান শহর সভাপতি অভিরূপ যশ সহ অন্যান্যরা।
আরও একটি মিছিল হয় শহর বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রের বলি রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকুরীজীবনের উপর করালগ্ৰাসের প্রতিবাদে কার্জনগেট থেকে রাজবাটি পর্যন্ত ধিক্কার মিছিল হয়। মিছিলে অগ্রভাগে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ সহ বর্ধমান পৌরসভার কয়েকজন কাউন্সিলর।
অন্যদিকে বিজেপি - সিপিএমের ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারানো প্রতিবাদে পথে নেমেছে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। শুক্রবার উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে উখরিদ কলেজ মাঠ থেকে উখরিদ শিবতলা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা অনাবিল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, খণ্ডঘোষ ব্লকের যুব সভাপতি শুভেন্দু কুমার পাল, উখরিদ অঞ্চলের তৃণমূল নেতা সেখ সাহেব সহ অনেকে। খণ্ডঘোষ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের বহু নেতৃবৃন্দ ও কর্মী এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।
এছাড়াও এদিন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, কাটোয়া মহকুমার কৈচরে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে একই ইস্যুতে বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।